শিক্ষা

কাল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ হবে। পরীক্ষার ২০ দিনের মাথায় জয়েন্টের ফল প্রকাশ। এবছর জয়েন্টে বসেছিলেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। 

আগামীকাল দুপুর আড়াইটার সময় ফল প্রকাশিত হবে এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা এমনটা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ সূত্রে খবর।

১৭ জুলাই হয়েছিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির প্রবেশিকা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনা আবহে বিধি মেনে প্রথম সশরীরে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা।

জেনে রাখা ভালো এবছর জয়েন্ট এন্ট্রান্স মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯২ হাজার ৬৯৫ জন। তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ১০৫ জন। ভিনরাজ্যের পরীক্ষার্থী ছিলো,পরীক্ষা হয়েছিল ২৭৪টি কেন্দ্রে। 

দুটি পর্যায়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় পেপার ওয়ান ম্যাথমেটিক্স পরীক্ষা। পরের ধাপে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হয়।