Headlines

প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত হলেন রাজ্যের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত রাতে অসুস্থতা বাড়ে সুদর্শন রায়চৌধুরীর ভর্তি করা হয় উত্তরপাড়ার বেসরকারি হাসপাতালে। বিকালে অবস্থার অবনতি হয়। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। শনিবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রেসিডেন্সির প্রাক্তনী সুদর্শন রায়চৌধুরীর বাম রাজনীতিতে হাতেখড়ি ছাত্রাবস্থায়। রাজনীতিতে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য,বিমান বসু,হান্নান মোল্লা,বৃন্দা কারাতদের সাহচর্যে। ১৯৬৭ সালে সিপিএমের সদস্যপদ পান। রাজনীতির সঙ্গে চলতে থাকে অধ্যাপনা। শ্রীরামপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। বিনোদ দাশের মৃত্যুর পর ২০১২ সালে হুগলির জেলা কমিটির সম্পাদক হন সুদর্শন রায়চৌধুরী। সুদর্শন রায়চৌধুরীর মৃত্যর খবর পেয়ে উপস্থিত হয় জেলা সিপিএম নেতৃত্ব।