Headlines

নিউজিল্যান্ডে তিমির ধাক্কায় উল্টে গেল চার্ডার্ড বোট

নিজস্ব সংবাদদাতা :

নিউজিল্যান্ডে শান্ত সমুদ্রে নৌকাডুবি। তিমির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ২৮ ফুটের চার্টার্ড বোটটি এমনটা বিশেষজ্ঞদের অনুমান। জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ জনের। ছ’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

জেনে রাখা দরকার নিউজিল্যান্ডের দ্বীপশহর কাইকউরায় ২৮ ফুটের একটি চার্টার্ড বোট নিয়ে সমুদ্রে নেমেছিলেন ১১ জন। শান্ত সমুদ্রে বোট চলছিল স্বচ্ছন্দে। আচমকাই কেঁপে ওঠে বোট। তার পর তা উল্টে যায়।

পুলিশের ডুবুরিরা দ্রুত জলে নেমে উদ্ধারকাজ শুরু করেন। পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়। ছ’জনকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে এক জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রাইস্টচার্চের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ছবি – প্রতীকি