Headlines

৬ লক্ষ নতুন স্মার্ট কার্ড আনতে চলেছে মেট্রো

নিজস্ব প্রতিবেদক : ফের কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড বদলাচ্ছে। আগে একটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হওয়ার পরে তাদের লোগো দেওয়া স্মার্ট কার্ড এনেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। এ বার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি হওয়ায় তাদের লোগো দেওয়া হাল্কা সবুজ ও সাদা রঙের নতুন স্মার্ট কার্ড আনার প্রক্রিয়া চলছে। এর ফলে যাত্রী-ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়বে মেট্রোর। ছ’লক্ষ নতুন স্মার্ট কার্ড তৈরি হবে বলে জানা গেছে।

দেশের যে তিনটি জ়োন ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়িয়ে নজির তৈরি করেছে, তাদের মধ্যে কলকাতা মেট্রো অন্যতম।

করোনা পরিস্থিতির জেরে যাত্রী-ভাড়া থেকে আয় কমেছে। কিন্তু তার পরেও বিজ্ঞাপন খাতে আয় বাড়িয়ে রেলের ১৭টি জ়োনের মধ্যে নজির তৈরি করেছে মেট্রো।

মুম্বইয়ের লোকাল ট্রেন, দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন এবং অজস্র স্টেশন মিলিয়ে যাত্রী-ভাড়া বহির্ভূত খাতে যে আয় হচ্ছে, কলকাতা মেট্রো হাতে গোনা স্টেশন নিয়ে তার সঙ্গে পাল্লা দিচ্ছে এমনটা সূত্রের খাবর। উত্তর-দক্ষিণ মেট্রোর ২৬টি স্টেশন ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাতটি স্টেশন থেকে আয়ের নানা রাস্তা খুলেছে মেট্রো। ভবিষ্যতে একাধিক ক্ষেত্র থেকে আয় বাড়ানোর চেষ্টা চলছে মেট্রো কর্তৃপক্ষ তরফে এমনটা জানা গেছে।