২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বারাসাতে বইমেলা
নিজস্ব প্রতিবেদক,বারাসাত : আগামী ২৩ শে ডিসেম্বর থেকে বারাসাতের পিসিএস রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে শুরু হতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার ৩৫ তম গ্রন্থ মেলা। ১৭ ই ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে বারাসাতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি জানান বারাসাত পৌরসভার ব্যবস্থাপনায় এবং জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে আগামী ২৩ থেকে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত বারাসাত পিসিএস রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ৩৫ তম গ্রন্থ মেলা হবে। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও মাতারা। প্রায় ১০৫ টি প্রকাশনা এই বইমেলাতে অংশ নেবে। নামী প্রকাশনাগুলি অংশ নেমে বলে জানা গেছে।
ডিজিটাল মিডিয়ার যুগেও গতবার বারাসাত পৌরসভার উদ্যোগে আয়োজিত বইমেলায় ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল এবারেও এই বইমেলা সফলতা পাবে এমনটাই জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বারাসাত পৌরসভার চেয়ারম্যান। বইমেলার সাথে থাকতে প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় শিল্পীরা।