Breaking News

১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

নিজস্ব সংবাদদাতা : ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ এমনটা ট্যুইট করে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। 

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পরীক্ষার হল থেকে যে ছবি তুলে একটা অপচেষ্টা চলে। প্রশ্ন ফাঁস ঘটনা sabotage। বলার পরই বন্ধ হয়ে গেছে।’

অঙ্ক পরীক্ষায় ১৫ নম্বর প্রশ্নে গ্রাফ করতে দেওয়া হলেও ওইদিন কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছয়নি গ্রাফ পেপার (Graph Paper)। প্রশ্নের মুখে পড়ে পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার খাতাতেই ছক কেটে দিতে হবে উত্তর। উত্তর মিললেই দেওয়া হবে পুরো নম্বর। এদিন পর্ষদের আশ্বাস এই ঘটনায় কারও রেজাল্ট প্রভাবিত হবে না । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘প্রতিটা কেন্দ্রে জানিয়েছিলাম ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে না। অঙ্ক ঠিক করলে। গ্রাফ পেপারের অভাবে রেজাল্ট প্রভাবিত হবে না। প্রাথমিক রিপোর্ট পেয়েছি।’