হেলেঞ্চাতে তৃণমূলের ছাত্ররা সব বড়দের একসঙ্গে পেয়ে গেল
জয়দীপ চক্রবর্তী, বাগদা : ২৮ আগস্ট গোটা দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে হেলেঞ্চা ডঃ বি আর আম্বেদকর মহা বিদ্যালয়ে কলেজ ইউনিট কলেজের কক্ষে এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হেলেঞ্চা তৃকোণ পার্ক সংলগ্ন প্রতিক্ষালয় পার্শ্বে মঞ্চ করে প্রতিষ্ঠা দিবস উদযাপনের ব্যবস্থা এমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে সুসম্পন্ন
হলো যা নিশ্চিত ভাবেই তারিফ যোগ্য বলে মনে করা হচ্ছে।সকালে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রভাস দাস ও অঘোর হালদার রা সামগ্রিক কর্মসূচীর শুভ সূচনা করেন।ছাত্র নেতৃবৃন্দের যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে হেলেঞ্চা কমিউনিটি হল থেকে গোটা হেলেঞ্চা বাজার এলাকা জুড়ে এক সুসজ্জিত,মিছিলে যৌবনের ঢল,যা রীতিমত চোখে পড়ার মতো।
মূল মঞ্চ থেকে কলেজের অভ্যন্তরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেইসঙ্গে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য কে কেন্দ্র করে ছাত্রযুব থেকে শুরু করে সেই সময়ের ছাত্র নেতৃত্ব তথা এই সময়ের গণ আন্দোলনের সঙ্গে যুক্ত দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীসমর্থক দের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
হেলেঞ্চা ত্রিকোন পার্কের অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব তথা বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ,অঘোর হালদার, রামচন্দ্র বোস,প্রতিমা রায়, ভানুমতি বালা, এছাড়া বাগদা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের আঞ্চলিক সভাপতি রা, ছাত্র পরিষদের স্যোশাল মিডিয়ার কো-অর্ডিনেটর গৌতম, বিট্টুঢালি, তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বশীল কর্মী সুমন, জয়দেব,সম্রাট, বিরাংশু, সুমন , রাজা,শুভঙ্কর, নাসির বিশ্বাস।
অন্যদিকে ডঃ বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যলয়ে তৃণমূল ছাত্র পরিষদের শুভ জন্মদিন উদযাপন করেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি আলোরাণী সরকার, বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা,নিখিল ঘোষ, সাগর বাগচী,বিপ্রজিত দাশ,এসসি সেলের সভাপতি জয়ন্ত বিশ্বাস, সঞ্জিত সর্দার,অসিত মন্ডল,এছাড়া কলেজের জিএস সন্তু ঢালি, কলেজের ভিপি গৌতম বিশ্বাস,ছাত্র পরিষদের ব্লক নেতা সমীর বিশ্বাস ,প্রাক্তন ভিপি শানু বিশ্বাস, প্রাক্তন জিএস অমৃত মাল, ইউনিট সভাপতি, শানু বিশ্বাস কলেজ ইউনিট সভাপতি কিঙ্কর ঘোষ এছাড়া বর্ণালী,প্রিয়া,মৃদুল, সাহেব,রাকেশ সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবৃন্দ…
দুটি পর্বে গোটা অনুষ্ঠান কলেজের অভ্যন্তরে ও হেলেঞ্চার তৃকোণ পার্ক সংলগ্ন প্রতীক্ষালয়ে সার্বিক ভাবে সুসম্পন্ন হবার জন্য তৃণমূল ছাত্রপরিষদের ব্লক সভাপতি প্রভাস দাস সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।