Headlines

সর্বসাধারণের জন্য খুলে গেলো কল্যাণী এইমস হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা,কল্যাণী : নদীয়া জেলার কল্যাণীর এইমস হাসপাতাল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। প্রধানমন্ত্রী স্বাস্থ্য আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের এই হাসপাতাল থেকে জেলার মানুষ এখন ন্যূনতম অর্থের বিনিময়ে দেশের সেরা চিকিৎসকদের থেকে চিকিৎসা পরিষেবা পাবেন।

এইমস চিকিৎসা নিতে আসা রোগীদের মাত্র ১১ টাকায় আউটডোরে রেজিস্ট্রেশন করাতে হবে বলে হাসপাতাল সূত্রে খবর। রেজিস্ট্রেশন হয়ে গেলে দেশের নামীদামী চিকিৎসকদের থেকে চিকিৎসা পরিষেবা ও পরামর্শ পাবেন জেলার মানুষ। এছাড়াও ওপিডি মোবাইল নম্বর ও এইমসের ফোন নম্বরের মাধ্যমেও রোগীরা হাসপাতালে সঙ্গে যোগাযোগ করতে পারবেন।