Breaking NewsHeadlinesকলকাতাশহর

শর্ত সাপেক্ষে জামিন নারদ মামলায়, গৃহবন্দি রাখার নির্দেশ চার নেতাকে

নিউজ ডেস্ক : নারদ মামলায় চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি রাখার নির্দেশ। জেল হেফাজত থেকে মুক্ত হয়ে তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চার নেতার শারিরীক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মধ্যে মতভেদ তৈরি হয়। প্রথমে এক বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও ভার প্রাপ্ত প্রধান বিচারপতি রাজেস বিন্দাল তার বিরোধিতা করেন। তাতে মাঝামাঝি একটি পথ বেছে নেওয়া হয়। জেল হেফাজত থেকে মুক্ত করা হলেও তাঁরা জামিন পাননি। গৃহবন্দি রাখার িনর্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল গ্রাউন্ডকে মাথায় রেখেই তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে
শর্ত সাপেক্ষ জামিন নিয়ে রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতভেদ। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই জামিনের নির্দেশ দিলেও রাজেশ বিন্দাল এর পক্ষে নয়। এই বিষয়টি নিয়ে এখনও সওয়াল চলছে। এর পর আদালত চূড়ান্ত রায় জানাবে। নতুন ডিভিসিন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গৃহবন্দী অবস্থায় থাকতে হবে। বৃহত্তর বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত এই চার জনকে গৃহবন্দী থাকতে হবে। এদের চিকিৎসা সম্পর্কিত সব সাহায্য করা হবে। পাশাপাশি এই চারজনকে সিবিআইকে মামলায় সাহায্য করা হবে। অভিষেক মনু সিঙ্ঘভি সময় চেয়ে আবার সওয়াল করবেন। তখন মামলার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যাবে।