শক্তিশালী ঘূর্ণিঝড় তউতকের প্রভাব পর্বতারোহীদের উপর, উড়ে গেল ৩০টি তাবু
বি এন ই ডেস্ক : ঘূর্ণিঝড় তউকতে-র প্রভাব নেপালেও । মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের ৩০টিরও বেশি তাঁবু উড়িয়ে নিয়ে গিয়েছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়। সূত্রের খবর প্রবল হাওয়ায় শৃঙ্গের উপরিভাগ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক শেরপার।
আবহাওয়া নিয়ে আগেভাগেই সতর্ক করে দেওয়া হয়েছিল পর্বতারোহীদের। তউতকে আছড়ে পড়ার আগে থেকেই এভারেস্ট অভিযান বন্ধ রাখতে বলা হয়েছিল পর্বতারোহীদের। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তউতকে নেপালের উত্তর ও উত্তর-পশ্চিম ভাগ দিয়ে বয়ে যায়। নেপালের করনালি, সূদূরপশ্চিম, গন্ডকী এবং লুম্বিনী এলাকায় ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে। আরব সাগরের থেকে বহু দূরে নেপাল। তবে এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী ছিল যে এর দাপট গিয়ে পৌঁছোয় সে দেশে থাকা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উপর। নেপালের বিভিন্ন অংশে ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে।