রাজ্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় জেলায়-জেলায় চালু হেল্পলাইন নম্বরের
নিউজ ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। তবে কান ঘেঁষে বেচে যেতে পারে কলকাতা। বিপুল ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে এ রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে বন্যার সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আর এই পরিস্থিতি মোকাবিলায় জেলায়-জেলায় চালু হয়েছে হেল্পলাইন (Helpline) নম্বর। ব্লকে ব্লকে অতন্দ্র প্রহরী প্রশাসনিক আধিকারিকরা।
সূত্রের খবর , হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বিক্ষিপ্ত এলাকায় ব্যাপক বৃষ্টি হতে পারে। এদিকে আবার বৃহস্পতিবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই জেলাগুলিতে জারি হয়েছে লাল সতর্কতা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে জেলা-জেলায় প্রস্তুত বিভিন্ন টিম। দুর্যোগ মোকাবিলায় রাখা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। ব্লকে ব্লকে মোতায়েন রয়েছে বিশেষ টিম। তাঁরা প্রতি নিয়ত যোগাযোগ রাখছেন সাধারণ মানুষের সঙ্গে।
বিভিন্ন জেলার হেল্পলাইন নম্বর
পূর্ব মেদিনীপুর: ০৩২২৮২৬২৭২৮ এবং ৯০৭৩৯৩৯৮০৪
পশ্চিম মেদিনীপুর: ৬২৯৬০৬০৬৯৯ এবং ০৩২২২২৬৭৯৮৩
দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/০৩৩-২৪৪৮-৮০৫১/০৩৩-২৪৪৮-৮০৫২
উত্তর ২৪ পরগনা: ৯০৭৩৯৩৬৮২৩/৯০৭৩৯৪০০৩৯
কলকাতা: ৮৯০০৭-৯৩৫০৩/৮৯০০৭-৯৩৫০৪
হাওড়া: ০৩৩-২৬৪১-৩৩৯৩/৯৪৩৩৯৩১৯৩২
হুগলি: ০৩৩-২৬৮১-২৬৫২
পুরুলিয়া:৭৩৬৩০৯০৮০৬/ ৮৩৭৩৮০৮৭০৪/ ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪/ ১৯১২১/ ১৮০০৩৪৫৩২১২
বাঁকুড়া: ০৩২৪২-২৫৭০২০/০৩২৪২-২৫৭০১০
ঝাড়গ্রাম: ০৩২২১-২৫৮২২৮/০৩২২১-২৫৭৯৫
এছাড়া কলকাতায় বিদ্যুৎ বিভ্রাট বলে অভিযোগ জানাতে একাধিক নম্বর চালু করেছে CESC। নম্বরগুলি হল-৩৫০১১৯১২/১৮৬০৫০০১৯১২/১৯১২। একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। যেখানে অভিযোগ জমা দিতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল-৭৪৩৯০০১৯১২।