Headlines

রথযাত্রা বাতিল করল সুপ্রিম কোর্ট, মন্দিরেই হবে পুজো

নিজস্ব সংবাদদাতা : আগামী ১২ জুলাই রথযাত্রা। পুরীর রথযাত্রা এ বছরও বাতিল করল সুপ্রিম কোর্ট। জগন্নাথের মন্দিরেই পুজো করতে হবে । কোনও ভক্তের জমায়েত করা যাবে না। করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য কম হলেও রথযাত্রায় ছাড় দিতে সুপ্রিম কোর্ট রাজি নয়। 

ওড়িশাকে কেন্দ্র করে গোটা দেশে রথযাত্রা পালিত হয়। পুরী ছাড়াও  ওড়িশার কোনও জায়গায় রথযাত্রা পালন করা যাবে না বলে নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। রথ দড়ি ধরে টানতে ভিড় করেন  ভক্তরা।

করোনার দাপটে পর পর দুবছর পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রার চাকা ঘুরবে না। ওড়িশায় বিভিন্ন জায়গায় রথযাত্রা পালনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু  সেই আর্জি শীর্ষ আদালত খারিজ করে দিলো ।