বাগদার শিল্প ও সাহিত্যে অভিনবত্বের ছোঁয়া আনছেন সজলরা
বিশেষ প্রতিনিধি বাগদা : রবিবার ১৫ই আগষ্ট বাগদা ঐক্য সন্মেলনী সংস্থার নিজস্ব ভবনে “বাগদা শিল্প ও সাহিত্য আকাদেমির” প্রতিষ্ঠার বর্ষ পূর্তি উপলক্ষ্য একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।বিগত এক বছর ধরে সংস্থার নেওয়া বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোকপাত করেন সংস্থার সদস্য সদস্যা বৃন্দ। বাগদা ব্লক এলাকায় সংস্থার নেওয়া বিভিন্ন কর্মসূচী থেকে শুরু করে সাফল্য ও ব্যর্থতার বিচার বিশ্লেষণ উঠে আসে উপস্থিত কবি,সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের সাথে যুক্ত ব্যক্তিবর্গদের কথাতে।প্রতিষ্ঠা দিবসের এক বছরের বিশেষ দিনে সংস্থার নিজস্ব মুখপাত্র “বালার্ক” এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।বাগদা ব্লকের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্প সাহিত্য নিয়ে কাজ করা মানুষ এবং সংস্থা গুলো কে এক ছাতার তলাতে আনার জন্যই এই ধরণের যে উদ্যোগ এক বছর আগে নেওয়া হয়েছিল সেখান থেকে এই প্রর্যন্ত ব্লকের ১৫টির উপর সংস্থা আজ একত্রিত হয়ে একসাথে আগামী দিনে কাজ করবার
অঙ্গীকার গ্রহণ করে বলে জানা গেছে।দলগত নির্বিশেষে সকল সৃজনশীল মানুষকে নিয়ে কাজ করবার যে মহতী উদ্যোগ তা আজ একটি মাইল ফলক স্পর্শ করেছে এবং আগামী দিনে তাকে আরো প্রান্তিক পরিসরে পৌঁছে দেওয়াই হবে সংস্থার মূল অভিমুখ।এদিনের সভাতে সংস্থার সাধারণ সভাতে উপস্থিত ছিলেন কবি সজল রঞ্জন হালদার, কবি শুভঙ্কর সাহা,চিত্র শিল্পী যথাক্রমে শৈলেন সর্দার, সুজিত হীরা,সমীর সেন,গায়ক,চিত্রকর,বিভিন্ন যন্ত্র সঙ্গীতের শিক্ষক শিক্ষক শান্তনু বিশ্বাস, কবি জয়দীপ চক্রবর্তী,কবি অচিন্ত কুমার বিশ্বাস, কবি অজিত বিশ্বাস, কবি চন্দন হালদার, মহানন্দ ঢালী,কবি রবীন্দ্রনাথ চৌধুরী,কবি হরিপদ বিশ্বাস, কবি হরিমোহন পাল, চিত্র পরিচালক সৌরজিত দাস থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।