Uncategorized

বাগদার নেতাজিপল্লী গ্রামে চলছে দেবী দুর্গার আরাধনা

নিমাই চন্দ্র মন্ডল, রামনগর : দেখতে দেখতে পুজো আজ নবমীতে পা দিয়েছে। মা বাবার বাড়িতে আসতে না আসতেই বিদায়ের ঘন্টা বেজে উঠেছে। খাওয়া পিনার সাথে সাথে নাচ গান আনন্দ বিনোদনে মাতোয়ারা চারিদিক।
কে কার থেকে এগিয়ে কে সেরার তকমা পেল তার চুল চেরা বিশ্লেষণ মানুষের মুখে মুখে।

আজ তুলে ধরবো সেই রকমই একটা পুজোর কথা, বাগদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নেতাজিপল্লী গ্রামের ঐতিহ্যবাহী দুর্গা পুজো। মহা সমারোহে ও আড়ম্বরের সাথে গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় চলছে মহিলা কমিটি দ্বারা পরিচালিত এই বিশেষ পুজো। বিশেষ আকর্ষণ
দুবাইয়ের রুমেরা হোটেলের আদলে তৈরি বিখ্যাত প্যান্ডেল। এখানে পুজো তৃতীয় বর্ষে পদার্পন করল।
পুজোর বিশেষ আকর্ষণ ২৪ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। যা সারা বাগদা ব্লকে বিশেষ নজরে পড়েনি।

প্রতিমা শিল্পীর শৈল্পিক নৈপুণ্য দশভুজা মা দুর্গাকে অপূর্ব সুন্দর ও জীবন্ত করে তুলেছে। উদ্যোক্তারা প্রতিমা ও প্যান্ডেল দেখার আমন্ত্রণ জানাচ্ছেন আন্তরিকভাবে।