Headlinesপরিবেশ

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে

বি.এন.ই.লাইভ : সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ এর সাথে ভ্যাপসা গরম। ফের রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

হাওয়া অফিসে থেকে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে।  দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী বর্ষণের পূর্বাভাস থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে নদীর জলস্তরও। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। শনিবার অবধি সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।