প্লাস্টিক দূরীকরণে নেহরু যুব কেন্দ্রের অভিনব উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা,বারাসাত : ১অক্টোবর ২০২১ থেকে নেহরু যুব কেন্দ্র (বারাসাত ) এর উদ্যোগে ও সন্দেশখালি ব্লক -১ ও ২,হাড়োয়া দেগঙ্গা সহ উ: ২৪ পরগণা জেলার ২২টি ব্লকের বিভিন্ন গ্রাম এবং শহরে ৭১৫টি যুব সংগঠনের মাধ্যমে প্লাস্টিকের সঠিক ব্যবহার ও প্লাস্টিকমুক্ত জেলা গঠনের লক্ষ্য নিয়ে ‘স্বচ্ছ ভারত’ নামক একটি কর্মসূচীর সূচনা করা হয়। সন্দেশখালি ব্লক- ১ এর জয় গোপালপুর ইয়ুথ ডেভলপমেন্ট সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো,পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক,নেহরু যুব কেন্দ্রের উপ নির্দেশক দেব কুমার চ্যাটার্জী,নেহরু যুব কেন্দ্রের প্রাক্তন জেলা যুব আধিকারিক অতীন গাঙ্গুলী সহ বিশিষ্ট জনেরা। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দীনবন্ধু দাস। স্বচ্ছ ভারতের এই অনুষ্ঠানটি সারা অক্টোবর মাস ব্যাপী অর্থাৎ ৩১শে অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গেছে।