পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি কে, জল্পনা তুঙ্গে
নিজস্ব প্রতিবেদক : পুজোর পরই বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই সূত্রের খবর। দলীয় সূত্রে খবর পাওয়া গেছে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতির বিষয়টি আলোচনা হয়েছে, নিয়মমতো বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যদিও বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী মুখে কুলুপ এঁটেছেন। পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে যাদের নাম রয়েছে তারা হলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ সরকার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দলীয় সূত্রে খবর অনুযায়ী এই তিনটি নামই অমিত শাহের সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠকে উঠে এসেছে। এখন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেটা সময় বলবে।