Headlines

নিম্নচাপের জেরে ভারি বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

নিজস্ব সংবাদদাতা :

আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি  ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে সূত্রের খবর, যার জেরে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রাজ্যজুড়ে।

আজ থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া জেলায় ভারি ধরনের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। অন্যদিকে যারা সমুদ্রে রয়েছেন তাঁদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।