দেব কোয়ারেন্টাইনে
নিজস্ব সংবাদদাতা,ডিজিটাল ডেস্ক : অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিলেন। আজ দুপুরে টুইট করে দেব জানিয়েছেন, তাঁর বাড়ির ম্যানেজার উত্তমের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরেই ১৪ দিন নিজেকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেব। অভিনেতা এও জানিয়েছেন, তাঁর ম্যানেজারের কোনও উপসর্গ নেই।
লকডাউনের শুরুতে প্রতিনিধি পাঠিয়ে নিজের সাংসদ এলাকায় ত্রাণ বিলির কাজ করেছিলেন দেব।
এমনিতে কোভিড পর্বে সিনেমার শ্যুটিং দীর্ঘদিন বন্ধ। তবে গত মাস থেকে টলি পাড়ায় বিধি মেনে সিরিয়াল, সিনেমা, রিয়্যালিটি শোয়ের শ্যুটিং শুরু হলেও দেবের কোনও ছবির শ্যুটিং শুরু হয়নি। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় নানান বিষয় নিয়ে বান্ধবী রুক্মিনীর সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল তাঁকে। কবিতাও লিখেছিলেন অভিনেতা। তবে এবার নিজেই ঘোষণা করেই অভিনেতা সাংসদ কোয়ারেন্টাইনে গেলেন।
এই খবর শোনা মাত্রই দেব ভক্তদের এখন একটাই প্রার্থনা, অভিনেতাকে যেন সংক্রমণ না ছোঁয়।