পঞ্চায়েত

দুলালের নেতৃত্বে বিজেপির তপশিলী মোর্চা শক্তি বৃদ্ধি করছে

বিশেষ প্রতিনিধি, সোনামুখী: শনিবার বাঁকুড়া জেলার সোনামুখী অডিটোরিয়ামে,ভারতীয় জনতা পার্টির তপশিলী মোর্চার রাঢ় বঙ্গ জোনের কার্যকর্তা বৈঠকের শুভ সূচনা করেন ভারতীয় জনতা পার্টির তফশিলী মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি,বিধায়ক দুলালচন্দ্র বর ।দুলারবাবু এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তে জানান ” গোটা রাজ্য জুড়ে তফশিলি,পিছিয়ে থাকা সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা,বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তফশিলী সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের বিমাতৃসুলভ আচরণ সহ সরকারি চাকরির সুযোগ সুবিধা থেকে তফশিলী সম্প্রদায়ের শিক্ষিত,বেকার যুবক যুবতীদের বঞ্চিত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ৬ ডিসেম্বর কলকাতার রাজপথে আম্বেদকর মূর্তির পাদদেশে রাজ্য বিজেপির তফশিলি মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে অবস্থান বিক্ষোভ এবং ধর্নার কর্মসূচি নেওয়া হয়েছে যা আগামীতে গোটা রাজ্যের কোণায়, কোণায় আগামী দিনে ছড়িয়ে যাবে যা গোটা বাংলার একটি বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন হিসাবে আত্মপ্রকাশ করবে সেইসঙ্গে এই রাজ্যে আসন্ন ২০২১ শের বিধানসভা নির্বাচনে শাসকদল তথা তৃণমূলের বিদায় ঘন্টা বাজানোর অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করবে।তফশিলি মোর্চার রাজ্য সভাপতি দুলালবাবু ছাড়াও বাঁকুড়ার সোনামুখীতে রাজ্য বিজেপির অন্যান্য বিশিষ্টজন সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন বলে জানা গেছে।এই কর্মসূচিতে দলীয় কার্যকর্তা সহ বিপুল সংখ্যক দলীয় সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কর্মসূচিতে শেষপর্যন্ত উপস্থিতি ছিল চোখে পরার মতো।