জামিন শুনানি স্থগিত আজও, এবার কি তবে সুপ্রিম কোর্টে যাবেন?
নিউজ ডেস্ক : নেতামন্ত্রীরা জামিন পাচ্ছেন না আজও। সূত্রের খবর গতকাল শুনানির জন্য বৃহস্পতিবার বেলা দুটোর সময় ধার্য হলেও, আজ অন্তিম প্রহরে এসে সেই শুনানি বাতিল হল। হাইকোর্ট সূত্রে খবর, ডিভিশন বেঞ্চে কিছু অনিবার্য কারণে আজ এই মামলার শুনানি হবে না। সেক্ষেত্রে শুনানি হতে পারে আগামী কাল। অর্থাৎ আরও একদিন জেল হেফাজতেই থাকতে হচ্ছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের।
হাইকোর্ট সূত্রে খবর, পারিবারিক কারণে আজ সময় দিতে পাচ্ছেন না ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দল, তিনি এই মুহূর্তে হরিয়ানায় রয়েছেন।আজ দুপুর দুটোর সময় হাইকোর্টের এক নম্বর কক্ষে এই মামলার শুনানি ছিল। মামলা শুনছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এক নম্বর কক্ষে এই মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা হওয়ার কথা ছিল। কিন্তু সম্ভবত রাজেশ বিন্দলের ব্যক্তিগত সমস্যার কারণেই শুনানি পিছোচ্ছে, হেফাজতের মেয়াদ বাড়ছে এই নেতাদের।