জামিনের ওপর স্থগিতাদেশ কাল দুপুর দু’টো পর্যন্ত
বি এন ই ডেস্ক : নারদ মামলার শুনানি বুধবারের মতো শেষ। সূত্রের খবর পরবর্তী শুনানি বৃহস্পতিবার দুপুর দুটোর সময়। বুধবার আদালতে নারদ মামলার শুনানি চলে দু’টো থেকে চারটে ৩৫ মিনিট পর্যন্ত। এর ফলে আগামীকাল পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে চার হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। কিন্তু শুনানি বুধবারের মতো শেষ হয়ে যায়। হেভিওয়েটদের তরফে অভিযোগ করা হয়েছে, সিবিএর-র তরফে মামলাটিকে বিলম্বিত করার চেষ্টা চলছে। অভিজিৎ মনু সিঙ্ঘভি বলেন, “শীর্ষ আদালত যেখানে বলেছে দরকার না হলে কাউকে আটকে রাখা যাবে না। তাহলে কেন এই চার জনকে জেলে রাখা হয়েছে? এরা তো মামলায় সহযোগিতা করেছেন।” এদিকে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, “অভিযুক্তরা মামলা প্রভাবিত করছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ৬ ঘন্টা সিবিআই দফতরে বসে ছিলেন?” সিঙ্ঘভি আদালতে জানান, “বিক্ষোভ ও মুখ্যমন্ত্রীর সিবিআই দফতরে হাজির হওয়ার জন্য করোও জামিন স্থগিত হতে পারে না।” তবে অন্তর্বর্তী জামিনের ওপর স্থগিতাদেশ কাল দুপুর দু’টো পর্যন্ত জারি রইল।