Headlines

ছোটপর্দার জন্য আসছে নতুন গাইডলাইন

বি. এন. ই, লাইভ : বিধিনিষেধের মধ্যেসমস্যায় জর্জরিত ছিল টলিপাড়া। ছোটপর্দার শুটিং চালানোর জন্য দ্বিধা বিভক্ত হয়ে যায় প্রযোজক ও ফেডারেশন। ফলে সমস্যার মুখে পড়তে হয় শিল্পীদের। বেশ কিছুদিন এই দ্বন্দ চলছিল। শুরু হয়েছে শুটিং তবে সমস্যা সমাধান রয়ে গিয়েছে। ২৪ জুন ফের একবার সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর তৈরি করা কমিটি বৈঠকে বসেন। বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়। 

এদিন বৈঠকে পর্দায় শুটিংয়ের জন্য একটি গাইডলাইন তৈরি করার কথা বলা হয় । গত তিন বছর ধরে MOU সই করা হচ্ছিল না। এবার তড়িঘড়ি সেই গাইডলাইন তৈরি করতে বসবে সংগঠনগুলো। WATP এবং আর্টিস্ট ফোরাম বসে এই গাইডলাইন তৈরি করতে। ২০ জুলাইয়ের মধ্যে এটি তৈরি করার কথা হয়েছে, এরপর বসে তা চূড়ান্ত করবেন রাজ চক্রবর্তী, পরমব্রত ও অরূপ বিশ্বাস। ৩১ জুলাইয়ের পর থেকেই সকলকে তা মেনে চলবে হবে বলে জানা গেছে। 

টেলিভিশনের গাইডলাইন বের হওয়ার পর ওটিটি অর্থাৎ ওয়েব সিরিজের জন্যও গাইডলাইন তৈরির কথা ভাবা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাংস্কৃতিক সেলের সভাপতি রাজ চক্রবর্তী।