চিকিৎসায় একদমই সাড়া দিচ্ছেন না’ সৌমিত্র চট্টোপাধ্যায়
করোনা বিধ্বস্ত পুজো কাটাচ্ছে বাঙালি। তারই মাঝে খবর এল, শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বর্ষীয়ান অভিনেতার মেডিক্যাল দলের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, অঙ্গপ্রত্যঙ্গ ‘ভালোভাবে’ কাজ করলেও অভিনেতার প্লেটলেটের সংখ্যা পড়ে গিয়েছে। একইসঙ্গে রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে। চিকিৎসকরা ‘কিছু কঠোর সিদ্ধান্ত’ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন। অরিন্দমবাবু বলেন, ‘৭২ ঘণ্টা আগে যেমন ছিল, তার থেকে সৌমিত্রবাবুর চেতনা কিছুটা কম আছে। তাঁর (শারীরিক অবস্থা) কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত নই। আমরা বিভিন্ন টেস্টের রিপোর্ট পেয়েছি। তা থেকে আমাদের অনুমান যে কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে।’
চলতি মাসের ১ তারিখ থেকেই শরীরে নানা সমস্যা দেখা দেয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। উপসর্গ দেখা দেয় করোনার। এরপরই টেস্ট করানো হয়। ৮৫ বছর বয়সের প্রবীণ অভিনেতার শরীরে করোনার থাবা, খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তা ভাইলার হয়ে ওঠে সর্বত্র। তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতা। এরই মাঝে তিনদিন গড়াতে না গড়াতেই খবর মেলে তাঁর স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটেছে। আবারও বাড়ে উদ্বেগ।