বিনোদন

ক্যানসারে আক্রান্ত অভিনেতা মহেশ মঞ্জরেকর

নিজস্ব সংবাদদাতা :

ক্যানসারে আক্রান্ত হলেন পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জরেকর। অভিনেতার মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়েছে বলে সূত্রের খবর। অতি সম্প্রতি রোগ নিরাময়ের জন্য অস্ত্রোপচারও হয়েছে তাঁর। মহেশ নিজে একাধিক বলিউড সংবাদমাধ্যকে জানিয়েছেন, আগের তুলনায় তিনি ভাল আছেন।

মুম্বইয়ের এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে বাড়ি ফিরেছেন ৬৩ বছরের অভিনেতা এমনটা হাসপাতাল সূত্রে খবর। আপাতত তাঁকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রচুর নিয়মকানুন মানতে হবে।

ওয়ান্টেড’, ‘দবং ৩’ প্রভৃতি ছবির অভিনয় করেছেন মহেশ। পাশাপাশি তাঁকে শেষ দেখা গিয়েছে ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস’-এ। এই সিরিজে মহেশের সঙ্গে অভিনয় করেছেন অভয় দেওল। আগামী দিনে তাঁকে দেখা যাবে সলমন খান এবং তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে। বছরের শেষে মহেশ মঞ্জরেকর ছোট পর্দায় আসছেন ‘বিগ বস মরাঠি’ -র তৃতীয় সিজন নিয়ে। এই রিয়্যালিটি শো-এ তিনি সঞ্চালক হবেন বলে জানা গেছে।