কোভিড-শর্ত মেনে রাজ্যে খুলছে সিনেমা হল
নিজস্ব সংবদদাতা : করোনা বিধিনিষেধ থাকলেও জীবন-জীবিকার স্বার্থে তা ইতিমধ্যেই রাজ্যে সরকার বিধিনিষেধ অনেকটা শিথিল করেছে। রাজ্যে সরকার এর বিজ্ঞপ্তি জারি করে কোভিড-শর্ত মেনে সিনেমা হল খোলার কথা জানাল নবান্ন। ৫০ শতাংশ দর্শক নিয়ে চালাতে সিনেমাহলগুলিকে। মানতে হবে কোভিড সংক্রান্ত বিধি।
এতদিন বিধিনিষেধের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমা হলগুলি। এদিকে বিধিনিষেধ ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হলেও ধাপে ধাপে বেশ কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই শিথিল করা হয়েছে। তাতে এবার যুক্ত হল সিনেমাহলগুলিও। তবে শর্ত, নির্ধারিত আসনের ৫০ শতাংশেই বসতে পারবেন দর্শক।
৩০ জুলাই থেকে রাজ্যে বেড়েছে বিধিনিষেধের সময়সীমা। তা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নৈশ কার্ফু। কেবল জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। লোকাল ট্রেন নিয়ে ওই নির্দেশিকায় কোনও উল্লেখ নেই। অতএব লোকাল ট্রেন চলাচলের উপরে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে বলে এমনটা মনে করা হচ্ছে।