শহর

কোভিডযুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কার করোনায় মারা গেল পরিবারের একজনের চাকরি

নিজস্ব সংবাদদাতা,ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মী-সহ যেসব ফ্রন্টলাইন ওয়ার্কার দিন রাত এক করে কাজ করে চলেছেন,তাদের কথা ভেবে আজ বড়সড় ঘোষণা রাজ্য সরকারের। বিমার ঘোষণা আগেই করেছিল সরকার। এবার সরকারি চাকরি দেওয়ার কথা জানাল রাজ্য সরকার।

১২ আগস্ট রাজ্য সরকারের এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যারা frontline worker সেইসব স্থায়ী ও অস্থায়ী কর্মীদের জন্য ওই সিদ্ধান্ত রাজ্যের। এইসব কর্মীদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। নির্দেশিকায় অর্থ দফতর জানিয়েছে যেসব সরকারি কর্মী কোভিড ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের ঘোষণা মতো মূকত যাঁরা ওই সুবিধা পাবেন তাঁরা হলেন, ডাক্তার,নার্স-প্যারামেডিক্যাল-সহ স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সাফাইকর্মী, সিভিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার।

কোভিড ১৯ এ মৃতের স্বামী/ স্ত্রী, পুত্র/কন্যা/ আইনগতভাবে দত্তক নেওয়া সন্তান/ অবিবাহিত মেয়ে/ বিবাহিত মেয়ে (যদি বিয়ের আগে বাবা বা মা মারা যান)/ ভাই বা বোন যদি বাবা-মা ও ভাইবোনেরা সম্পূর্ণ ভাবে মৃত কর্মীর ওপর নির্ভরশীল হয়ে থাকেন।

জেনে নেওয়া দরক‍ার সাদা কাগজে আবেদন করতে হবে। বয়স, শিক্ষাগত যোগ্যতার সব নথি দিতে হবে। এরই সঙ্গে মৃত কর্মীর ডেথ সার্টিফিকেট কিংবা শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট। পরিবারের অন্যান্য সদস্যদের ঘোষণা করতে হবে ওই নিয়োগে তাদের কোনও আপত্তি নেই এমনটা সূত্রের খবর।