Headlines

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে সংসদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,ডিজিটাল ডেস্ক : ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার কৃষি নিয়ে তিনটি বিল লোকসভায় পেশ করে। কেন্দ্রে এনডিএ সরকারের অন্যতম শরিক অকালি দল আগে ওই বিলগুলি সমর্থন করেছিল। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা এটির তীব্র বিরোধিতা করেছেন। জেনে রাখা ভালো এর সাথে অবস্থান বদল করেছে অকালি দলও। এই বিলগুলির বিরোধিতা করে আজ অকালি দলের মন্ত্রী হরসিমরত কাউর বাদল ইস্তফা দিয়েছেন। তিনি আর মন্ত্রী না থাকলেও অকালি দল সরকারকে সমর্থন করবে বলে জানিয়েছে। কিন্তু একইসঙ্গে তারা কেন্দ্রীয় সরকারের ‘কৃষকবিরোধী নীতির’ বিরোধিতাও করে যাবে সূত্রের খবর।

আজ সংসদে গান্ধী মূর্তি পাদদেশে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভে আজ সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার,সাংসদ সৌগত রায় সহ অন্যান্য সাংসদগন কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন।