কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পরিযায়ী শ্রমিক দের তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে :বিএন ই , বারাসাত :ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ সংস্থার মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের তথ্যভান্ডার গড়ে তোলার কাজ এগিয়ে চলেছে ।এই কাজে ভারতীয় জনসেবা মিশন উত্তর 24 পরগণা জেলাতে প্রকল্প রূপায়ণে সহযোগিতা করছে ।ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের কল্যাণে এগিয়ে এসেছে ।তথ্যভাণ্ডার গড়ে তোলা কেন্দ্রীয় সরকারের আরও একটি নব উদ্যোগ ।তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত শ্রমিকদের সরকার সুবিধা দেবে এ কথা বলাই যায় ।ভারতীয় জনসেবা মিশনের পক্ষে সম্রাট চট্টোপাধ্যায় জানান ,মন্ত্রকের পক্ষ থেকে তাদের কাছে পরিযায়ী শ্রমিকদের কিছু সাধারণ তথ্য চেয়ে পাঠানো হয়েছে যেমন শ্রমিকদের নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার , লকডাউন এর আগে কি কাজ করতেন ,কোথায় (কোন রাজ্যে) এইগুলি ।ইতিমধ্যেই অনেকে যোগাযোগ করেছেন ও তাদের বিবরণ জানিয়েছেন ।এই জেলায় এখনো যারা সুযোগ পাননি তারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন ।যোগাযোগের জন্য ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বার হলো :8697223015উল্লেখ্য, নাম জমা দিতে কোন টাকা লাগে না ।