কুড়ি লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা হোয়াট্সঅ্যাপের
নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে একমাসে ২০ লক্ষেরও বেশি অ্য়াকাউন্ট নিষিদ্ধ করে দিলো হোয়াট্সঅ্যাপ। প্রতি মাসে নয়া তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী কেন্দ্রকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয় সোশাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মগুলিকে। হোয়াটসঅ্যাপের অগাস্ট মাসের কমপ্লায়েন্স রিপোর্টে উঠে এল এই তথ্য। অগাস্ট মাসে ৪২০টি অভিযোগ জমা পড়েছে হোয়াট্সঅ্যাপ কর্তৃপক্ষের কাছে এমনটা সূত্রের খবর।
জেনে রাখা দরকার এর আগে ৪৬ দিনে ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। ১৬ই জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ঐ অ্যাকাউন্টগুলি ব্যান করা হয়। ভারতে ৯৫ শতাংশ অ্যাকাউন্টইকেবল অটোমেটেড ও বাল্ক মেসেজিংয়ের জন্য নিষিদ্ধ করা হয়।
অটোমেটেড ও বাল্ক মেসেজ আদানপ্রদানের কারণেই মোট ২০ লক্ষ ৭০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মোট ৪২০টি অভিযোগের মধ্যে ২২২টিই অ্য়াকাউন্ট নিষিদ্ধকরণের আবেদন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে হোয়াট্সঅ্যাপ কর্তৃপক্ষ এখনো অবধি ৪১টি অ্যাকাউন্টের সমস্যা সমাধান করেছে।
ছবি – সংগৃহীত।