কিভাবে বুঝবেন অপনার সঙ্গী চ্যাটিংয়ে মিথ্যা বলছে ।
অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজিং এর মাধ্যমে অপরপ্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে সহজে কথা বলা কিংবা তথ্য আদান-প্রদান করা যায়। তবে যেহেতু সবসময় অপর প্রান্তের ব্যক্তিকে দেখা যায় না সেই সুযোগে অনেকেই মিথ্যা বলেন এসব ভার্চুয়াল মাধ্যমে। আর চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা তা আমরা বুঝতে পারি না।
এ বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বার্মিংহাম ইয়াং ইউনিভার্সিটি এক দল গবেষক। ইন্টারনেটে চ্যাটিংয়ে মিথ্যা বলছে কিনা তা বোঝার কয়েকটি উপায় বের করেছেন তারা।
গবেষকেরা বলছেন, চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় ব্যবহারকারীরা স্বাভাবিকের চেয়ে ধীরে মেসেজ সেন্ড করেন। সাধারণভাবে কথা বলার সময় মিথ্যা বললে কখনো মানুষ দ্রুত কথা বলে, আবার কখনো বেশি ধীরে বলে। চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় অনলাইন ব্যবহারকারীরা একটি মেসেজ বারবার এডিট করতে থাকেন। আর তাই এসময় জবাব হয় সংক্ষিপ্ত।
গবেষণাটি সম্পর্কে বলা হয়েছে, ১০০ জন শিক্ষার্থীর চ্যাটিং বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছান সমাজবিজ্ঞানের অধ্যাপকেরা।