কলকাতাBreaking News

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চার নেতা

বি এন ই ডেস্ক : নারদ মামলা ফের কলকাতা হাইকোর্টে । মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়রা এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের জামিনের নির্দেশে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন ধৃত চার নেতা।
সূত্রের খবর নারদ মামলায় তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল। আপাতত আগামিকাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে জেল হেফাজতে তৃণমূলের হেভিওয়েট তিন নেতা-সহ শোভন চট্টোপাধ্যায় । যদিও বর্তমানে প্রত্যেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে নারদ মামলায় সিবিআই (CBI) গ্রেফতার করে।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল রাতেই কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই। কলকাতা হাইকোর্ট সিবিআই আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে জানায়, ধৃত ৪ নেতাকে বুধবার পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। বুধবার মামলার পরবর্তী শুনানির আগেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নারদ মামলায় ধৃত চার নেতা। নিম্ন আদালতের জামিনের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন জানানো হয়েছে চার নেতার তরফে।