Headlinesকলকাতা

করোনা সঙ্কটে মাঠে এবার সৌরভ, বাসে তৈরি অক্সিজেন পার্লার

অক্সিজেনের আকাল সর্বত্র। বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত মানুষ এই পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছেন।সূত্রের খবর গতবারের মতো এবারও করোনা নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি প্রয়োজনের অক্সিজেন শুধু ব্যবস্থা করছেন না। তিনি ও তার কিছু সহযোগীরা একত্রিত হয়ে এক বাস অক্সিজেনের ব্যবস্থা করে ফেলেছেন। ‘বিনামূল্যে অক্সিজেন তো দেওয়াই হবে। সব থেকে বড় উদ্যোগ অক্সিজেন পার্লার। সেটি তৈরি করা হচ্ছে দুটি বাসের মাধ্যমে। দুটি বাসে অক্সিজেন পার্লার থাকবে যাতে চল্লিশ জন অক্সিজেন নিতে পারবে। থাকবে মোবাইল অ্যাম্বুলেন্স, চিকিৎসক-এর পরামর্শ এবং অক্সিজেন রিফিলিং ভ্যান-ও সরবরাহ করব। এছাড়া কুড়িটি গাড়ি অক্সিজেন ভর্তি থাকবে যা সাহায্য করবে আক্রান্তদের। চল্লিশ জন অক্সিজেন নিতে পারবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।