Breaking News

করোনা রুখতে বন্ধ হলো কামারপুকুর রামকৃষ্ণ মঠ

রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভক্তদের জন্য বন্ধ করা হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ।

আজ কামারপুকুর রামকৃষ্ণ মঠের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরবর্তি নির্দেশিকা না দেওয়া পর্যন্ত ২৮ এপ্রিল থেকে বন্ধ থাকছে রামকৃষ্ণ মঠ।

এতদিন ভক্তরা কোভিড বিধি মেনেই নির্দিষ্ট সময়ে মঠে প্রবেশ করতে পারতেন। কিন্তু এখন যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে ভক্ত সমাগমও ক্রমশই কমছে। মঠ এলাকা একেবারেই ফাঁকা। এলাকাতেও ছড়াচ্ছে সংক্রমণ। তাতে আতঙ্কিত সাধারণ মানুষও।

তবে ঠিক কত দিন এই মঠ বন্ধ থাকবে তা জানানো হয়নি। যতক্ষণ না পর্যন্ত ফের নোটিশ দেওয়া হয় ততদিন পর্যন্তই এই সিদ্ধান্তই  বহাল থাকবে বলে জানান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। পরবর্তী পর্যায়ে পরিস্থিতি আবার স্বাভাবিক হলে ফের মঠ খুলে দেওয়া হবে বলে জানা গেছে।