করোনা মুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ
বি. এন. ই. লাইভ : করোনামুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি ১০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন দিল্লির এইমস এ। আজ দিল্লির এইমস থেকে প্রধানমন্ত্রীকে ছাড়া হয় হাসপাতাল সূত্রে এমনটাই খবর। ১০ দিনের লড়াই শেষে সুস্থ হয়ে ফিরলেন প্রধানমন্ত্রী।
এদিকে করোনা পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ৷ দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা সাথে বাড়ছে মৃত্যুও ৷ করোনার দ্বিতীয় ঢেউইয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি জানিয়েছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে এক ডজনেরও বেশি দেশে ৷ অর্থাৎ ভারত থেকে করোনার এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে ৷
ভয়ঙ্কর এই করোনা পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এর সুস্থতার খবরে বিভিন্ন মহলে স্বস্তি মিলেছ।