Breaking Newsকলকাতা

করোনা পরিস্থিতিতে বাতিল দূরপাল্লার ১০টি স্পেশ্যাল ট্রেন

বি এন ই ডেস্ক : ১৬ মে থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়। যার পরই আশঙ্কা করা হয়েছিল, এমন পরিস্থিতিতে বাতিল হয়ে যেতে পারে বহু দূরপাল্লার ট্রেন। এবার পূর্ব রেলের তরফে সে খবরই নিশ্চিত করা হল। মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়, করোনার জেরে বাতিল করা হল ১০টি দূরপাল্লার স্পেশ্যাল ট্রেন।
সূত্রের খবর এদিন একটি নোটিস দিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়, ২০ মে থেকে শিলায়দহ-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ২১ তারিখ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। আর যে সমস্ত রেল পরিষেবা মিলবে না

১৯ মে থেকে চলবে না শিয়ালদহ-পুরী স্পেশ্যাল। একইভাবে ২০ মে থেকে বন্ধ পুরী-শিয়ালদহ স্পেশ্যালও।
কলকাতা-হলদিবাড়ি আপ ও ডাউন স্পেশ্যাল ট্রেনটিও বন্ধ থাকবে ২০ মে থেকে।