এবং কোদালিয়া , সজল ও প্রিয়মুখরা একসাথে
জয়দীপ চক্রবর্তী, বাগদা : সাহিত্য সমাজের দর্পণ,আর সেই আবহমান দর্পণের যোগ্য উত্তরাধিকার,গত ৩১শে জানুয়ারী, রবিবার দুপুর বারোটা থেকে প্রত্যন্ত সীমান্তবর্তী বাগদা বিধানসভা এলাকার অন্যতম উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা ” এবং কোদালিয়া ” ‘র চতুর্থ ” পলাশ সংখ্যা ” প্রকাশ উপলক্ষে, “বাগদা সাহিত্য আকাদেমি” ‘র সার্বিক সহযোগিতায় এক সাহিত্য সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে “এবং কোদালিয়া ” পত্রিকার সম্পাদক অচিন্ত্য কুমার বিশ্বাস তার রণঘাট অঞ্চলের সিঙ্গামুড়া গ্রামের নিজস্ব বাসভবন পাশ্ববর্তী এক অসামান্য সবুজপত্র সম্মিলিত প্রাকৃতিক পরিবেশে যা উপস্থিত বনগাঁ মহকুমা সহ উত্তর চব্বিশ পরগনা জেলার নানার পেশার সৃষ্টিশীল সহনাগরিকদের দৃষ্টিকোণ থেকে এক ভিন্ন মাত্রা যোগ করে।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সাহিত্য পত্রিকা “এবং কোদালিয়া” ‘র মোড়ক উন্মোচনের সামগ্রিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি,সম্পাদক,সাংবাদিক অলক বিশ্বাস ও বনগাঁ মহকুমার প্রিয় মুখ, নাবিক কবি জলধি হালদার,ও রণঘাট অঞ্চলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অবনীভূষণ কাঞ্জিলাল।সঙ্গীতে অংশগ্রহণ করেন চন্দন হালদার, তিতিব্রতা বিশ্বাস, বৈশাখী বিশ্বাস, তারিনী বিশ্বাস, পরেশ সরকার, শিশুশিল্পী অঙ্কন সেন।নিত্য অংশগ্রহণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্পী দোলা বিশ্বাস, আলেখ্য মোহিত করেন কৌস্তভ গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কবিতা আবৃত্তি করেন অরুণাভ হালদার, সমীর সেন,তিথি সাহা সেন,অনুপ্রিয়া বিশ্বাস, অমৃতা বিশ্বাস, অজিত বিশ্বাস,কবি সজল রঞ্জন হালদার ও রাজ চক্রবর্তী।সীমান্ত এলাকায় বিস্তীর্ন জনপথের সাহিত্য ও সংস্কৃতি চর্চা সহ কোদালিয়া নদী এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাসের বিষয়ে বহুমূল্য বক্তব্য রাখেন গুনীজনেরা।সাহিত্য পত্রিকা বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,শিক্ষাবিদ ও ‘এখন চলতে চলতে’ পত্রিকার সম্পাদক কবি শুভঙ্কর সাহা, সাংবাদিক উত্তম সাহা, প্রভাস বিশ্বাস, ‘প্রিয়মুখ’ পত্রিকার সম্পাদক সৌরজিৎ দাস, কবি তমাল বন্দোপাধ্যায়,গল্পকার অমিত কুমার বিশ্বাস,কবি অজিত বিশ্বাস,কবি হরিমোহন পাল,চিত্রশিল্পী সমীর সেন,ঊমা বিশ্বাস প্রমুখ।উল্লেখ্য,এই অনুষ্ঠান থেকে এলাকার উদীয়মান,নিরলস শব্দের সাধন শিবির,সাহিত্য পত্রিকা “এবং কোদালিয়ার” চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করেন এলাকার সহজ অথচ দুর্লভ উদার প্রগতিশীল মননের মানুষ,নতুন প্রকাশ হতে আসা কচিকাঁচাদের হৃদয়ের পাত্র জুড়ে কাছছাড়াহীন সন্ধাতারা থাকা অকৃত্রিম প্রিয় মুখ সাহিত্য পত্র ‘হালুম’ ও ‘সাহিত্য পানসি’ পত্রিকার সম্পাদক কবি সজল রঞ্জন হালদার। আজন্ম লালিত সুস্থ সাহিত্য ও সংস্কৃতি চর্চা ও প্রসারে এতোদাঞ্চল দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করার জন্যে ‘এবং কোদালিয়া’ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে তাকে বিশেষ “সাহিত্য সম্মানে” সন্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি যার সুযোগ্য সঞ্চালনার মাধ্যমে সর্ব্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে তিনি হলেন এলাকার বিশিষ্ট সংস্কৃতি কর্মী শিবশঙ্কর সরকার ও চন্দন হালদার।