এনজিও কথা

এন জি ও দের পাশে থাকার বার্তা মমতার ।

বি এন ই লাইভ, কলকাতা :১১ ফেব্রুয়ারি আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে সামাজিক প্রতিনিধিদের ভিড়ে ঠাসা সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কর্মরত এন জি ও গুলির পাশে থাকার বার্তা দিলেন। তিনি এদিন আগত প্রতিনিধিদের তৃণমূলের প্রতি সমর্থনের আহ্বান জানান ।তিনি বলেন ,বি জে পি সরকার এন জি ও বাতিল করেছে।বিদেশি ফান্ড বাতিল হয়েছে।সামাজিক , সাংস্কৃতিক,ধর্মীয় কল্যাণে কর্মরত বিভিন্ন জেলা থেকে আগত এন জি ও প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন ,আগামীতে তাদের কাজে লাগানো হবে ।এন জি ও দের নানান সমস্যার কথা তিনি সভায় উল্লেখ করেন।আয়োজক দের উদ্দেশ্যে তিনি বলেন , প্রতিষ্ঠানগুলির নামের তালিকা ,কাজের ধরন, টেলিফোন নাম্বার যেন রেখে দেওয়া হয়। আগামীতে এই প্রতিষ্ঠানগুলিকে এলাকায় এলাকায় কাজে লাগানো হবে ।এদিন তিনি ভাষার সৌন্দর্যের ওপর জোর দেন ।বাংলার মনীষী এবং ধর্ম গ্রন্থ গুলির যথার্থতা তিনি তার বক্তব্যে তুলে ধরেন ।শেষে প্রতিষ্ঠান গুলির কাছে আবারও কাজের ফিডব্যাক চাইলেন ।এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, পার্থ চ্যাটার্জি, অরূপ বিশ্বাস।উল্লেখযোগ্য উপস্থিতি সুব্রত বক্সি, শান্তনু সেন ।