একটি গাছ মায়ের নামে কর্মসূচি সাফল্যের সাথে পালিত হলো বারাসাতে
নিজস্ব সংবাদদাতা, বারাসাত : ২৯ অক্টোবর ২০২৪ ভারত সরকারের নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ও সমাজ সেবী প্রতিষ্ঠান ভারতীয় জন সেবা মিশনের ব্যবস্থাপনায় একটি গাছ মায়ের নামে কর্মসূচী সাফল্যের সাথে উত্তর ২৪ পরগনার বারাসাতে পালিত হলো। এদিন বারাসাতে প্রচুর কলেজ পড়ুয়া যুবক-যুবতীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ টি গাছ রোপন ও বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সফল করতে ভারতীয় জন সেবা মিশনের ইয়ুথ ভলেন্টিয়াররা বিশেষ ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠানের পক্ষে হরিপদ দেবনাথ জানান, বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সারা বছর আয়োজন করে চলেছি। যা শুধু রাজ্যে নয় দেশেও সুনাম অর্জন করেছে। আজকের কর্মসূচি তারই একটি অঙ্গ। এজন্য তিনি নেহরু যুব কেন্দ্রকে (বারাসাত, উত্তর চব্বিশ পরগনা) ধন্যবাদ জানান। তিনি আরো জানান, বৃক্ষরোপণের আগামী কর্মসূচি কালীপুজো হয়ে যাওয়ার পর হাতে নেওয়া হবে এবং সেখানে মহিলা ,ছাত্র, যুবক যুবতীরা অংশ নেবেন।