Headlines

আবর্জনামুক্ত শহর গড়াই লক্ষ্য ‘স্বচ্ছ ভারত’ এর দ্বিতীয় পর্বের সূচনায় জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : ‘স্বচ্ছ ভারত’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ‘আবর্জনামুক্ত শহর গড়াই লক্ষ্য।  সাফাইকর্মীরা স্বচ্ছ ভারত অভিযানের মহানায়ক। আমাদের সরকার শহরের উন্নয়নে ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আজ ভারত প্রতিদিন ১লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করছে। কিন্তু আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রতিটি শহরে বর্জ্য পদার্থকে কাজে লাগানোর জন্য আধুনিকতম ব্যবস্থা নিতে হবে। শহরের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক প্রযুক্তি দূষণ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়’।

শহরগুলিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা বাড়াতে হবে। এতে মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাবে। এর ফলে নদীগুলিও দূষণমুক্ত হবে এমনটা জানান প্রধানমন্ত্রী।

আমাদের সাফাইকর্মী বন্ধুরা, যাঁরা ঝাড়ু হাতে শহর সাফ করেন, আবর্জনার দুর্গন্ধ সহ্য করেও নোংরা-আবর্জনা পরিষ্কার করেন, প্রকৃত অর্থে তাঁরাই এই অভিযানের মহানায়ক। করোনা অতিমারীর সময় তাঁদের অবদান সবাই খুব কাছ থেকে দেখেছেন একথা প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে ফুটে ওঠে।