আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা
নিজস্ব সংবাদদাতা : আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের। তবে সামগ্রিকভাবে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। শিলাবৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে।
শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের কর্তাদের। দার্জিলিং-সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সুন্দরবনেও সকাল থেকে মেঘলা আকাশ। সেই সঙ্গে একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। কলকাতায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে বৃহস্পতিতে এমনটা হওয়া অফিস সূত্রে খবর।